লাইভ করোনা টেস্ট শুরু

১৮ এপ্রিল, ২০২০ ১৮:১৫  
অনলাইনে ঘরে বসেই কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষার সুবিধা নিয়ে চালু হলো লাইভ করোনা টেস্ট। আইসিটি বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় চালু হয়েছে বট ভিত্তিক এই পরীক্ষা সেবা। অনলাইনে https://livecoronatest.com ওয়েব ঠিকানায় গেলেই মিলবে এই সুবিধাটি। ওয়েবে টেস্ট শুরু করুন ট্যাবে ক্লিক করলেই জানতে চাইবে বয়স। এরপর বয়স নির্বাচন করার সঙ্গে সঙ্গে লিঙ্গ জেনে শরীরের তাপমাত্রা বিষয়ে জানতে চাওয়া হয়। অতঃপর প্রধান লক্ষণ ও অতিরিক্ত লক্ষণ গুলো সম্পর্কে জানতে চাওয়া হবে। জানতে চাইবে গত ১৪ দিনের ভ্রমণ তথ্যও। সব প্রশ্নের জবাব দিলে আপনি জেনে জাবেন আপনার করোনা ঝুঁকি কতটা?